বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের জন্য মেয়ে দেখতে এসে পছন্দ হয়নি বরপক্ষের। পরে তারা ফিরে যাওয়ার সময় কনে পক্ষের লোকজন তাদের ওপর হামলায় চালায়।
এতে ছেলের দুলাভাই আজিজুল হক মোল্লা (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চুল খোলা ইউনিয়নের আংড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার ছেলে।
জানা গেছে, ফেসবুকে ৪ মাস প্রেমের পর চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির মেয়ের সঙ্গে একই উপজেলার গাংনী গ্রামের মো. গাজীর ছেলে হাফিজুর রহমানের বিয়ে ঠিক হয়।
শুক্রবার সন্ধ্যায় বিয়ের দিন ধার্য ছিল। কেউ কাউকে না দেখেই প্রেমিকসহ বরপক্ষ বিয়ের জন্য এসেছিল চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির বাড়িতে। পরে প্রেমিকাকে সরাসরি দেখে পছন্দ না হওয়ায় বরপক্ষের সবাই চলে যেতে থাকে।
ওই সময় কনেপক্ষের আত্মীয়-স্বজনের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসরেই কনেপক্ষের ১০/১২ জন বর হাফিজুর রহমানের দুলাভাই আজিজুল হক মোল্লাকে মারধর করে।
পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আজিজুল হককে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।